About us
১) ঐতিহ্যবাহী বজরাটেক সবজা পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীগণকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম। সম্প্রতি এ বিদ্যালয়ের এলামনাই এসোসিয়েশন প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণ করা হয়। এর প্রধান লক্ষ্য ও উদ্দেশ্য হবে পারস্পরিক সৌহার্দ ও সহযোগিতা বৃদ্ধি, সামাজিক কল্যাণ এবং প্রিয় প্রতিষ্ঠানের উন্নয়নে ভূমিকা পালন। প্রকৃত অর্থে এসোসিয়েশন গঠন একটি দীর্ঘ ও পর্যায়ক্রমিক প্রক্রিয়া। এর ক্ষুদ্র একটি অংশ হিসেবে  আমাদের এই এসোসিয়েশনের পথচলা। প্রাথমিক পর্যায়ে এ গ্রুপে প্রতি ব্যাচ থেকে উদ্যোগী সীমিত সংখ্যক প্রতিনিধি যুক্ত করা হবে এবং পরবর্তীতে আগ্রহী সকল প্রাক্তন শিক্ষার্থীগণকে যুক্ত করা হবে। এলামনাই এসোসিয়েশন গঠন বিষয়ে এই গ্রুপে প্রয়োজনীয় আলোচনা করা যাবে।

২) প্রথমে, এসোসিয়েশন গঠনের অংশ হিসেবে আগামি রমজানের ঈদে একটি বড় ধরনের পুনর্মিলনী অনুষ্ঠান আয়োজনের পরিকল্পনা করা হয়। এদিনই মূলত এলামনাই এসোসিয়েশন গঠনের আনুষ্ঠানিক ঘোষণা প্রদান করা হবে। পরবর্তীতে একটি কাঠামো সৃষ্টির মাধ্যমে নির্দিষ্ট বিধি অনুযায়ী এসোসিয়েশন পরিচালিত হবে।

৩) প্রাথমিক পর্যায়ে তথ্য সংগ্রহ ও প্রচারনা হবে একটি বড় কাজ। এজন্য একটি অনলাইন তথ্য সংগ্রহ ফর্ম তৈরী করা হয়েছে। পাশাপাশি হার্ডকপির মাধ্যমেও ফর্ম পূরণের ব্যবস্থা থাকবে। এর মাধ্যমে সহজে তথ্য সংগ্রহ ও সংরক্ষণ, যোগাযোগ রক্ষা এবং একটি সমৃদ্ধ ডাটাবেইজ তৈরি সম্ভব হবে।


খ) হার্ডকপি ফর্ম: পরবর্তীতে দেয়া হবে।

৪) এই গ্রুপে লেখা বা মন্তব্যের নিয়মাবলি-

ক) গ্রুপের লেখা/ মন্তব্য/ স্ক্রিনশট লেখকের/ এডমিনের অনমুতি ছাড়া বাইরে দেওয়া থেকে বিরত থাকা;

খ) গ্রুপের ঘটনা নিয়ে বাইরে আক্রমণাত্মক লেখা/ মন্তব্য/ আচরণ থেকে বিরত থাকা;

গ) রাজনৈতিক ও ধর্মীয় বিদ্বেষমূলক লেখা, ব্যক্তিগত আক্রমণ, অনুভূতিতে আঘাত প্রভৃতি থেকে বিরত থাকা;

ঘ) অশ্লীল কোনো লেখা/ মন্তব্য/ ছবি/ চলচ্চিত্র পোষ্ট করা থেকে বিরত থাকা;

ঙ) শ্রেণী/ পেশা/ ধর্ম/ বর্ণ/ লিঙ্গ/ এরূপ বিষয়ে বৈষম্যমূলক বা মানহানিকর লেখা/ মন্তব্য থেকে বিরত থাকা;

চ) নিয়ম ভঙ্গ করা হলে লেখা/ মন্তব্য মুছে ফেলা, কারণ দর্শানো বা গ্রুপ থেকে বহিষ্কার করা হতে পারে।

৫) পরিশেষে, এই এলামনাই এসোসিয়েশন গড়ে উঠুক সুন্দরভাবে! আমাদের ফিরিয়ে নিয়ে যাক স্কুল জীবনের মধুর স্মৃতিময় দিনে