BSPHS Reunion 2025

Date: To Be Decided

Location: Bholahat

Registration Closed
Registration Fee Type Paid
Registration Fee 500 BDT
Spouse Registration Fee 500 BDT
Child Registration Fee 500 BDT

BSPHS Reunion 2025


Terms & Conditions

  1. The Registration Form for BSPHS Reunion 2025 should be filled in English.

  2. Alumni and Current Students of Bazratek Sobza Pilot High School can participate in this event.

  3. Participants can bring their spouses and children with them by registration.

  4. Collected information is stored in a database and may be published in a directory.

  5. The registration can not be canceled or transferred and fees are non-refundable.

  6. The confirmation SMS received on the participant's mobile phone must be saved and presented later when collecting coupons and gifts.

  7. Every participant is expected to show proper respect toward others.

  8. The rules and regulations set by the organizing committee shall be followed strictly.

  9. Event Date: Third day of EID-UL-FITR, 2025.

  10. Registration Fee for all: 500 BDT (Taka Five Hundred Only).

  11. The organizing committee reserves the right to change, postpone, or cancel the event.


শর্তাবলী

  1. বসপাউবি পুনর্মিলনী ২০২৫ এর রেজিস্ট্রেশন ফর্ম ইংরেজিতে পূরণ করতে হবে।

  2. বজরাটেক সবজা পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীগণ এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারবেন।

  3. অংশগ্রহণকারীগণ তাদের স্বামী/ স্ত্রী ও সন্তানদের রেজিস্ট্রেশন করে সাথে নিয়ে আসতে পারবেন।

  4. সংগৃহীত তথ্য একটি ডাটাবেইজে সংরক্ষণ করা হবে এবং ডিরেক্টরিতে প্রকাশিত হতে পারে।

  5. রেজিস্ট্রেশন বাতিল বা হস্তান্তর করা যাবে না এবং ফি অ-ফেরতযোগ্য হিসেবে গণ্য হবে।

  6. অংশগ্রহণকারীর মোবাইলে প্রাপ্ত কনফার্মেশন এসএমএস সংরক্ষণ করতে হবে, পরবর্তীতে কুপন ও উপহার সামগ্রী সংগ্রহের সময় এটি প্রদর্শন করতে হবে।

  7. প্রত্যেক অংশগ্রহণকারী অন্যদের প্রতি যথাযথ সম্মান প্রদর্শন করবেন বলে আশা করা হচ্ছে।

  8. আয়োজক কমিটি কর্তৃক নির্ধারিত নিয়ম-কানুন কঠোরভাবে অনুসরণ করতে হবে।

  9. ইভেন্টের তারিখ: ঈদ-উল-ফিতর, ২০২৫ এর তৃতীয় দিন।

  10. রেজিস্ট্রেশন ফি সবার জন্য: ৫০০ টাকা  (টাকা পাঁচশত মাত্র)।

  11. আয়োজক কমিটি ইভেন্ট পরিবর্তন, স্থগিত বা বাতিল করার অধিকার সংরক্ষণ করে।